সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

গজারিয়ায় রশি ছিঁড়ে পড়ে দুই শ্রমিকের মৃত্যু  

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

গজারিয়ায় রশি ছিঁড়ে পড়ে দুই শ্রমিকের মৃত্যু  

মুন্সীগঞ্জের গজারিয়ায় অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) বা ওষুধ শিল্প পার্কের একটি ভবনের বাইরের অংশে রঙ করার সময় রশি ছিঁড়ে পড়ে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। 

নিহতরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার সেনেরবাগ গ্রামের টোকন খানের ছেলে মো. শহীদ (২৭) ও একই গ্রামের আবুল মাতুব্বরের ছেলে আব্দুস সোবহান (২৫)।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) ওষুধ শিল্প পার্কে এিম ল্যাবরেটরিজ লিমিটেডের প্লটের ভেতরের ৫ম তলাবিশিষ্ট ইউটিলিটি ভবনের ৪র্থ তলায় রঙের কাজ করছিলেন তিন রঙমিস্ত্রি। 

এদের মধ্যে দুজন রশিতে ঝুলে কাজ করছিলেন। অপরজন ভবনের ছাদ থেকে তাদের সহযোগিতা করছিলেন। এ সময় রশি ছিঁড়ে নিচে পড়ে যান দুই রঙমিস্ত্রি। পরে তাদের দ্রুত গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে আমাদের কাছে যেটা মনে হয়েছে, রঙ করা অবস্থায় রশি ছিঁড়ে নিচে পড়ে তারা মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

টিএইচ